অবশেষে ড্র হল ঐতিহাসিক রাওয়ালপিন্ডি টেস্ট Ahmed Faiyaz Ahmed Faiyaz প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২২ রাওশালপিন্ডিতে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার ঐতিহাসিক টেস্ট ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ম্যাচ ড্র হয়েছে। ব্যাটিং সহায়ক উইকেটে প্রথম ইনিংসে রানের বিশাল পাহাড় গড়ে পাকিস্তান।পাকিস্তানের রান পাহাড়ের জবাবটা ভালোভাবেই দিয়েছে অস্ট্রেলিয়া। এরপর পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংসে ছিল আরও দুর্বার। আজহার আলী ও ইমাম উল হকের জোড়া শতকে ৪৭৬ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। সর্বোচ্চ ১৮৫ রানের ইনিংস খেলেন আজহার আলি। টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি দেখা পাওয়া ইমাম উল হক ১৫৭ রান করেন।জবাব দিতে নেমে ৪৫৯ রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস। অল্পের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন উসমান খাজা। ৯৭ রান করে নোমান আলির বলে ইমামের হাতে ক্যাচ দেন এই বাঁহাতি ওপেনার। ১২ চারের সাহায্যে ৯০ রানের ইনিংস খেলেন লাবুশান। স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের ব্যাট থেকে আসে যথাক্রমে ৭৮ ও ৬৮ রান পাকিস্তানের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন নোমান আলি। ১০৭ রানের বিনিময়ে ৬ ব্যাটসম্যানকে ফেরান এই বাঁহাতি স্পিনার। শাহিন শাহ আফ্রিদি নেন দুই উইকেট। সাজিদ খান ও নাসিম শাহ তুলে নেন একটি করে উইকেট। ১৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট শুরু করে পাকিস্তান। দুই ওপেনার স্বস্তিতে ব্যাট করেই আজ পঞ্চম দিনের প্রায় পুরোটা শেষ করে ফেলেছেন।দ্বিতীয় ইনিংস খেলার সুযোগই হয়নি অজি ব্যাটসম্যানদের। বিনা উইকেটে ২৫২ রানের দলীয় স্কোরের মধ্যে আবদুল্লাহ শফিক অপরাজিত থাকেন ১৩৬ রানে। অপর ওপেনার ইমামের ব্যাট থেকে আসে ১১১ রান। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ইমাম উল হক SHARES খেলাধুলা বিষয়: