অভয়নগরে ট্রাক চাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত Showhardo Shuvo Showhardo Shuvo প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২১ যশোরের অভয়নগর উপজেলার যশোর-খুলনা মহাসড়কের বেতার ঘাট সরদার জুটমিলের সামনে এক সড়ক দুর্ঘটনায় দুইজন মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। আজ শনিবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নড়াইল সদর উপজেলার শেখহাটি গ্রামের আকছিয়ার মোল্লার ছেলে রানা (২৪) ও একই এলাকার হালিম মোল্লার ছেলে নাসিম (২২)। পুলিশ সূত্রে জানা যায়, বেলা ১২টার দিকে যশোর থেকে খুলনাগামী একটি মোটরসাইকেলকে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলটি পড়ে গেলে ট্রাকটি মোটরসাইকেলের দুই আরোহীকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারান। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। SHARES যশোর কর্ণার বিষয়: