অসুস্থ ভাইকে দেখতে কানাডা গেলেন হানিফ Wasiq Ahmed Wasiq Ahmed প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, জুন ২০, ২০২০ অসুস্থ ভাইকে দেখতে কানাডা গেলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। গতকাল শুক্রবার ভোররাত ৪টার দিকে কাতার এয়ারওয়েজের নিয়মিত ফ্লাইটে দোহা যান। ট্রানজিট যাত্রী হিসেবে সেখান থেকে তিনি কানাডা যাবেন । মাহবুব-উল-আলম হানিফের ব্যক্তিগত সহকারী (পিএস) তারিকুল ইসলাম টুটুল এনটিভি অনলাইকে বলেন, কানাডায় স্থায়ীভাবে বসবাস করেন মাহবুব-উল-আলম হানিফের স্ত্রী ও দুই ছেলে। সেখানে তাঁর আরো আত্মীয়স্বজনও রয়েছেন। তাঁদের সঙ্গে দেখা করতে তিনি কানাডায় গেছেন। বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড ও করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ বড় ভাই ও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে পারছিলেন না মাহবুব-উল-আলম হানিফ। খুব শিগগির তিনি দেশে ফিরে আসবেন বলে জানান তাঁর ব্যক্তিগত কর্মকর্তা। নভেল করোনাভাইরাস মহামারির কারণে দুই মাসের অধিক সময় বন্ধ থাকার পর গত সোমবার (১৬ জুন) রাত থেকে সীমিত আকারে ও স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক রুটে নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়েছে। SHARES রাজনীতি বিষয়: