আইএফআইসি IFIC সহজ একাউন্ট

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২১

আইএফ আইসি ব্যাংকের সহজ একাউন্ট অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। এটি সম্পর্কে অনেকেই জানতে চান। আমরা কিছু তথ্য তুলে ধরছি। আশা করি সবার উপকারে আসবে।

IFIC Shohoz Account এর বিস্তারিতঃ
———————————-
————–

১. যে কেউ এই অ্যাকাউন্ট খুলতে পারবে।

২· প্রাথমিকভাবে কমপক্ষে ১০ টাকা দিয়ে একাউন্টের হিসাব খুলতে হবে। এই একাউন্ট জিরো ব্যালান্স করা যায়।

৩. IFIC Shohoz একাউন্টে চেক বই নেওয়া যায় না। তবে কাউন্টার স্লিপ ব্যবহার করে টাকা উত্তোলন করতে পারবেন। কাউন্টার স্লিপ দিয়ে মাসে সর্বোচ্চ ৬ বার টাকা উত্তোলন ফ্রী। ৬ষ্ঠ বারের পর থেকে ৫.৭৫ টাকা ভ্যাট সহ প্রতি কাউন্টার স্লিপ।

৪. IFIC Shohoz একাউন্টে ডুয়েল কারেন্সি কার্ড দেয় না।

৫. বাংলাদেশের যে কোন এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করলে এটিএম সার্ভিস চার্জ ফ্রী।

৬· VISA ডেবিট কার্ড ইস্যু ফি ২৮৭.৫ টাকা ভ্যাট সহ। বার্ষিক কার্ড রিনুয়াল ফি ২৮৭.৫ টাকা ভ্যাট সহ। প্রতিদিন এটিএম থেকে সর্বোচ্চ ১ লক্ষ টাকা উত্তোলন করা যাবে। কার্ডের মেয়াদ ৫ বছর।
পিন নাম্বার ভুলে গেলে পিন রিসেট চার্জ / কার্ড হারিয়ে গেলে ৩৪৫ টাকা ভ্যাট সহ।

৭. IFIC Shohoz একাউন্টে মেইনটেনেন্স বাবদ ৪৬ টাকা ভ্যাট সহ বার্ষিক চার্জ।

৮· IFIC Shohoz একাউন্টে SMS অ্যালার্ট ফি ২৩ টাকা ভ্যাট সহ বার্ষিক চার্জ। যেকোনো পরিমাণ ট্রানজেকশন করলে ট্রানজেকশন অ্যালার্ট দিবে।

৯. ইন্টারনেট ব্যাংকিং চার্জ ফ্রী।

১০· যেকোনো ব্যাংক একাউন্টে EFT / RTGS / এর মাধ্যমে টাকা ট্রান্সফার এবং IFIC Shohoz একাউন্টে রিসিভ করা যাবে। সে ক্ষেত্রে কিছু চার্জ প্রযোজ্য হবে।

১১. ইনকাম সোর্স এর উপর ভিত্তি করে ট্রানজেকশন লিমিট নির্ধারিত করবে ব্যাংক কর্তৃপক্ষ।

১২. ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত লোনের জন্য আবেদন করতে পারবেন।

১৩. এই একাউন্টের বার্ষিক খরচ সব মিলিয়ে খুবই কম। একাউন্ট এর বার্ষিক মেইনটেনেন্স খরচ সবকিছু ৩৫৭ টাকা ভ্যাট সহ।

__________________________________________
স্টুডেন্ট ব্যাংক একাউন্ট হিসাব খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ

১. ইন্ট্রোডিউসার (পরিচয়দানকারীঃ) কর্তৃক সত্যায়িত গ্রাহকের ২ কপি পাসপোর্ট সাইজ ছবি এবং KYC ফরম এ স্বাক্ষর। (ইন্ট্রোডিউসার (পরিচয়দানকারীঃ) ঐ ব্যাংকের কোন গ্রাহক হবেন যে ব্যাংকে আপনি একাউন্ট করতে চান।)
২. স্টুডেন্টের বর্তমান বৈধ স্টুডেন্ট আইডি কার্ড / শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে প্রত্যয়নপত্রের ১ কপি ফটোকপি।
৩. স্টুডেন্টের জাতীয় পরিচয়পত্র / পাসপোর্ট / ড্রাইভিং লাইসেন্স / জন্ম নিবন্ধন সনদপত্র এর ১ কপি ফটোকপি।
৪. স্টুডেন্টের পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি ২ কপি ল্যাব প্রিন্ট। ( সর্বোচ্চ ৩ মাসের মধ্যে ছবি তোলা হতে হবে)।
৫. নমিনি এর জাতীয় পরিচয়পত্র / পাসপোর্ট / ড্রাইভিং লাইসেন্স / জন্ম নিবন্ধন সনদপত্র এর ১ কপি ফটোকপি এবং স্টুডেন্ট (গ্রাহক) কর্তৃক সত্যায়িত নমিনির পাসপোর্ট সাইজ ছবি ১ কপি ল্যাব প্রিন্ট।
৬. বর্তমান ঠিকানা প্রমানের জন্য বিদ্যুৎ বিল / পানির বিল / গ্যাস বিলের ১ কপি ফটোকপি।
৭. স্টুডেন্ট / গ্রাহক ১৮ বছরের নিচে হলে অভিভাবকের মাধ্যমে হিসাব পরিচালনা করতে পারবে।

আরো তথ্য জানার জন্য কল করুন 16255 এই নাম্বারে অথবা IFIC Bank Limited এর অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।

 

– জুয়েল হুসাইন