আইপিএলঃ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সহজ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ব্যাঙ্গালুরু

প্রকাশিত: ৩:৪৮ পূর্বাহ্ণ, এপ্রিল ২৩, ২০২১

আইপিএল এর এই আসরের ১৬তম ম্যাচে বৃহস্পতিবার রাজস্থান রয়্যালসকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।এতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে দলটি।

মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা রাজস্থান নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৭৭ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় ব্যাঙ্গালুরু।

১৭৮ রানের লক্ষ্যে খেলতে নেমে রাজস্থান বোলারদের অসহায় বানিয়ে ছাড়েন কোহলি-পাড়িক্কাল জুটি। পাড়িক্কাল ৫২ বলে ১১টি চার ও ৬টি ছক্কায় ১০১ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক কোহলি ৪৭ বলে ৭২ রানের হার না মানা ইনিংস খেলেন।

এ জয়ে চেন্নাই সুপার কিংসকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো আরসিবি।