আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অশিন Ahmed Faiyaz Ahmed Faiyaz প্রকাশিত: ৯:৪৪ পূর্বাহ্ণ, মার্চ ২২, ২০২২ ক্রমেই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় অশিন। মঙ্গলবার ঘূর্ণিঝড় অশিন স্থলভাগে স্পর্শ করতে পারে। গতিবেগ ঘণ্টায়৭৫ থেকে ৮৫ কিলোমিটার হতে পারে বলে জানা গেছে। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অশনি’। তবে বাংলাদেশসহ পশ্চিমবঙ্গে এর প্রভাব পড়বে না। বঙ্গোপসাগরে নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আন্দামান সাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে এ অতি গভীর নিম্নচাপ ক্রমশ মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। SHARES জাতীয় বিষয়: