আদমদীঘিতে কলেজ ছাত্র শিহাব খুনের আসামী গ্রেফতার Abrar Abrar Atik প্রকাশিত: 11:16 PM, December 24, 2020 আহসান হাবিব শিমুল(আদমদীঘি প্রতিনিধি) বগুড়ার আদমদীঘিতে আলোচিত কলেজ ছাত্র শিহাব (১৭) হত্যা মামলার পলাতক আসামী মহসিন আলীকে গ্রেফতার করেছে পুলিশ। মহসিন আলী আদমদীঘি সদরের করজবাড়ী গ্রামের মোসলেম প্রামানিকের ছেলে। বুধবার রাতে করজবাড়ী বাজারের একটি চা-দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা গেছে, গত ০১ আগস্ট ২০২০ তারিখ সন্ধ্যায় এলাকার বিনোদন স্পট রক্তদহ বিল পারে দক্ষিণ গনিপুর ও সান্তাহারের দমদমা গ্রামের কিশোর-যুবকদের মাঝে বাকবিতন্ডা ও মারপিটের ঘটনা ঘটে। এর জের ধরে ২ আগস্ট সন্ধ্যায় দমদমা গ্রামের হারুনুর রশিদের ছেলে কলেজ ছাত্র শিহাব ওই বিনোদন স্পটে বেড়াতে গেলে তার উপর হামলা চালিয়ে ছুরিকাঘাতে খুন করে। এই ঘটনার পর দিন শিহাবের বাবা হারুনুর রশিদ বাদি হয়ে দক্ষিণ গনিপুরের প্রধান অভিযুক্ত শিপলু হোসেন ও তার বাবাসহ ৮ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলার ৫ দিন পর পুলিশ ৮আগস্ট ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মধুপুর থেকে প্রধান আসামী শিপলু হোসেন ও তার বাবা এখলাছ উদ্দিনকে গ্রেফতার করে। মামলার তদন্তকারি কর্মকর্তা থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান, গ্রেফতারকৃত মহসিন আলীকে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। SHARES সারা বাংলা বিষয়: