আদমদীঘিতে গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ ইটভাঁটা Abrar Atik Abrar Atik প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২০ আহসান হাবিব শিমুল(আদমদীঘি প্রতিনিধি) সোমবার দুপুরে বগুড়ার আদমদীঘিতে দুই ইটভাঁটাতে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। সরকারি আইন অমান্য, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নেওয়া এবং সনাতন পদ্ধতিতে ইট তৈরী ও বাজারজাত করার অপরাধে দুই ইটভাঁটাতে অভিযান চালিয়ে মেসার্স দুই ভাই ইটভাঁটাটি ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছেন এবং ডিজিএম ইটভাঁটার মালিকের ২০ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। জানা গেছে, সোমবার দুপুরে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ইশবপুরে পাশাপাশি মেসার্স দুই ভাই ব্রিকস্ এবং ডিজিএম ব্রিকস্ এ অভিযান চালান ঢাকা পরিবেশ অধিদপ্তরের নির্বাহি ম্যাজিস্ট্রেট (মনিটরিং এনফোর্সমেন্ট) মো: সাদেকুর রহমান সবুজ ও বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহি ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজন। এ সময় র্যাব-১২ এর সদস্য, পুলিশ ও ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালত গণমাধ্যম কর্মীদের জানান, ওই দুই ইটভাঁটা মালিক সরকারি আইন ও নির্দেশ অমান্য এবং পরিবেশ অধিদপ্তরের কোন প্রকার ছাড়পত্র ছাড়াই এবং সনাতন পদ্ধতিতে ইট তৈরী করে বাজারজাত করে আসছিল। এমন সংবাদের ভিক্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ঘটনার সত্যতা মেলায় মেসার্স দুই ভাই ব্রিকসের (‘এমবিসিও’ ব্যান্ড) মালিক বজলুর রহমান বুলুর ইটভাঁটা ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে এবং অপর দিকে মেসার্স ডিজিএম নামক ইটভাঁটার বৈধ কাগজপত্র না থাকায় মালিক মোতালিব হোসেনের ২০ লাখ টাকা জরিমানা করা হয়। SHARES সারা বাংলা বিষয়: