আদমদীঘিতে ৫ খড়ের পালায় দুর্বৃত্তের আগুন Abrar Atik Abrar Atik প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২১ আহসান হাবিব শিমুল(আদমদীঘি প্রতিনিধি) বগুড়ার আদমদীঘি উপজেলার জোড়পুকুরিয়ায় পাঁচটি খড়ের পালা আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে লক্ষাধিক টাকার খড় পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত রাতে উপজেলা সদর ইউনিয়নের জোড়পুকুরিয়ায়। জানা গেছে, আদমদীঘি সদরের জোড়পুকুরিয়া গ্রামের লুৎফর রহমান, মোজাম্মেল হক ও তোজাম্মেল হক নামের তিন ভাই তাদের প্রায় ১৮ বিঘা জমির রোপা আমন ধান মাড়াই করে এবং বেশ কিছু পরিমান খড় কিনে তাদের ১০টি গরুকে খাওয়ানোর জন্য বাড়ির বাহিরে ৫ পালায় স্তুপ করে রেখেছিলেন। রবিবার দিবাগত গভীর রাতে কে বা কারা খড়ের পাঁচ পালায় আগুন ধরিয়ে দেয়। খড়ের মালিক তিন ভাইয়ের মধ্যে মোজাম্মেল হক জানান, বিপুল পরিমান খড় পুড়ে যাওয়ায় তাদের প্রায় লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে। তিনি বলেন বলেন , এতে করে তাদের গরুরগুলোর জন্য চরম গো-খাদ্য সংকটের সম্মুক্ষিণ হয়ে পড়েছেন। SHARES সারা বাংলা বিষয়: