আন্তর্জাতিক ফ্লাইট চালু করেছে তুরস্ক Wasiq Ahmed Wasiq Ahmed প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, জুন ১২, ২০২০ করোনাভাইরাসের কারনে বিধিনিষেধের কারণে বিমানবন্দরগুলি বন্ধ হয়ে যাওয়ার কয়েক সপ্তাহ পরে তুরস্ক ধীরে ধীরে আন্তর্জাতিক ফ্লাইট ফের শুরু করছে। তুরস্কের জাতীয় বিমান সংস্থা টার্কিশ এয়ারলাইনস ইস্তাম্বুল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জার্মানি, যুক্তরাজ্য এবং নেদারল্যান্ডসের ফ্লাইট শুরু করেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ আগতদের তাপমাত্রা পরীক্ষা করে এবং নিশ্চিত করছিল যে সামাজিক দূরত্বের নিয়মগুলি অনুসরণ করা হচ্ছে কিনা। ইস্তাম্বুলের দ্বিতীয় বিমানবন্দর সাবিহা গোকেন বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইটগুলো আবার শুরু হয়েছে। টার্কিশ এয়ারলাইনন্সের সহায়ক সংস্থা আনাদোলু জেট বার্লিন, স্টুটগার্ট, ফ্রাঙ্কফুর্ট এবং মিউনিখে আবারও ফ্লাইট শুরু করেছে। তুরস্ক সফরে ফিরে আসা নাগরিকদের জন্য ১৪ দিনের হোম কোয়ারানটাইনের নিয়মও তুলে নিয়েছে দেশটি। SHARES এভিয়েশন বিষয়: