আন্তর্জাতিক সকল ফ্লাইট রুট খুলে দিল পাকিস্তান News Publisher News Publisher প্রকাশিত: ২:৪৬ পূর্বাহ্ণ, জুন ১৮, ২০২০ প্রবাসী পাকিস্তানীদের আর বিশেষ ফ্লাইটের টিকিটের জন্য অপেক্ষা করতে হবে না কারণ বিদেশি পাকিস্তানি ও মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয় সমস্ত বিমান সংস্থাকে পাকিস্তানের আকাশসীমাতে চলাচলের অনুমতি দিয়েছিল। একাধিক টুইটের মাধ্যমে মন্ত্রণালয় জানিয়েছে যে, যাত্রীরা সরাসরি এয়ারলাইনস থেকে টিকিট কিনতে পারবে এবং তাদেরকে কনস্যুলেট থেকে কল পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে না, এবং দূতাবাসের টিকিট কিনতে অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে না। সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের রাষ্ট্রদূত গোলাম দস্তগীর বলেছেন, ইসলামাবাদ সব আন্তর্জাতিক বিমান সংস্থার জন্য এর আকাশসীমা খোলার সিদ্ধান্ত নিয়েছে। SHARES এভিয়েশন বিষয়: