আফগানিস্তানের সাবেক অর্থমন্ত্রী এখন ওয়াশিংটনের উবার চালক Abrar Atik Abrar Atik প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২২ ‘আগামী দুইদিনের মধ্যে যদি আরও ৫০টি ট্রিপ পাই, তবে ৯৬ ডলার বোনাস পাব,’ কথাগুলো বলছিলেন আফগানিস্তানের সাবেক বাণিজ্যমন্ত্রী খালেদ পায়েন্দা। তালেবানদের আফগানিস্তান দখলের এক সপ্তাহ আগেই মন্ত্রিত্ব ছাড়েন ৪০ বছর বয়সী পায়েন্দা। বর্তমানে একজন উবার চালক হিসেবে তার আবাস যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে। দায়িত্ব পালন করতে গিয়ে যার হাত দিয়ে বিলিয়ন বিলিয়ন ডলারের বাজেট পাস হয়েছে, সেই হাত দিয়েই এখন ধরতে হচ্ছে ড্রাইভিং হুইল! গত আগস্টে তালেবানদের আফগানিস্তান দখলের আগেই প্রেসিডেন্ট আশরাফ গনির সঙ্গে তার সম্পর্কের অবনতির কারণে এ সিদ্ধান্ত নিতে অনেকটাই বাধ্য হন। ফলাফল, গ্রেপ্তার এড়াতে আফগানিস্তান ছেড়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। এর এক সপ্তাহের মধ্যে তালেবানদের কাবুল দখলের পর দেশ ছেড়ে সংযুক্ত আরব আমিরাতে চলে যান আশরাফ গনিও। তার বিরুদ্ধে দেশটির সরকারি কোষাগার থেকে ১৬৯ মিলিয়ন মার্কিন ডলার নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে। এর মধ্যেই গণমাধ্যমের চোখও অনেকটাই সরে গেছে দেশটির ওপর থেকে। তবে কাবুল থেকে ওয়াশিংটনে গিয়ে উবার চালিয়ে একেবারে নাখোশ নন পায়েন্দা। পরিবারকে সহায়তা করতে পারছেন, এ কারণে অনেকটাই খুশি তিনি। SHARES আন্তর্জাতিক বিষয়: