আবুধাবি থেকে ফিরতে হলো সৌদিগামী শতাধিক বাংলাদেশিকে Mahtab Ahmed Mahtab Ahmed প্রকাশিত: 7:32 PM, December 23, 2020 হঠাৎ করে বিমান চলাচল বন্ধ করায় সৌদিগামী শতাধিক কর্মীকে আবুধাবি থেকে দেশে ফিরে আসতে হয়েছে। আজ বুধবার ফেরত আসেন তাঁরা। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের অভিবাসন কর্মসূচি প্রধান শরিফুল হাসান ফেরত আসাদের উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘হঠাৎ করে বিমান চলাচল বন্ধ করায় করোনা পরিস্থিতি কাটার পর বিদেশে কর্মীদের যে যাওয়া পুনরায় শুরু হয়েছিল, তা বাধাগ্রস্ত হবে।’ ফেরত আসা বাংলাদেশিরা জানিয়েছেন, গত ২০ ডিসেম্বর বাংলাদেশ থেকে ইতিহাদ এয়ারওয়েজের বিমানযোগে সৌদি আরবের উদ্দেশে রওনা হন কর্মীরা। কিন্তু সৌদি সরকারের ঘোষণা অনুযায়ী সেদেশে ফ্লাইট বন্ধ থাকায় আবুধাবি বিমানবন্দর থেকে একই বিমানে দেশে ফেরত পাঠনো হয় কর্মীদের। SHARES প্রচ্ছদ বিষয়: