আমিরাতে ফের চালু হচ্ছে বিমান ট্রানজিট Wasiq Ahmed Wasiq Ahmed প্রকাশিত: ১২:২২ অপরাহ্ণ, জুন ৫, ২০২০ করোনা ভাইরাসের মহামারিতে বন্ধ করে দেওয়া বিশ্বের অন্যতম ব্যস্ত বিমান স্টপেজ সংযুক্ত আরব আমিরাতে আবারো কানেকটিং ফ্লাইট চালু করার ঘোষণা দিয়েছে। বিষয়টি টুইটারে নিশ্চিত করেছে দেশটির সরকার। এদিকে, বৃহস্পতিবার বিশ্বের বৃহত্তম বিমান সংস্থা দুবাইয়ের এমিরেটস এয়ারলাইন্স জানায়, আগামী ১৫ জুনের মধ্যে এশিয়া, ইউরোপ এবং উত্তর আমেরিকার ২৯ টি গন্তব্যের ট্রানজিট ফ্লাইটগুলো চালু করবে। আবুধাবি’র ইতিহাদ এয়ারওয়েজ জানিয়েছে, তারা আগামী ১০ জুন থেকে ইউরোপ, এশিয়া এবং অস্ট্রেলিয়ার অন্তত ২০ টি শহরে বিমান যাত্রী পরিবহন করবে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত মার্চ মাস থেকে এই দেশের কানেকটিং ফ্লাইটগুলো বন্ধ ছিল। বিবিসি, রয়টার্স। SHARES আন্তর্জাতিক বিষয়: