ইউক্রেন যুদ্ধে বাস্তুচ্যুত নারী ও শিশুদেরকে ঘিরে মানপাচারকারী Abrar Atik Abrar Atik প্রকাশিত: ১০:৪৩ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০২২ ইউক্রেন যুদ্ধে বাস্তুচ্যুত নারী ও শিশুদেরকে ঘিরে মানপাচারকারী চক্রগুলো সক্রিয় রয়েছে বলে বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছে পোল্যান্ডের কর্তৃপক্ষ। দেশটির মানবাধিকার ন্যায়পাল মারচিন ভিয়াচেক বলেন, পুলিশ এই ঝুঁকির ব্যাপারে সতর্ক অবস্থানে রয়েছে। বেশ কয়েকটি ঘটনা শনাক্ত করা হয়েছে, যেখানে এ ধরনের পরিস্থিতির ইঙ্গিত মিলেছে। পোল্যান্ডের পাশাপাশি জার্মানিতেও একই ধরনের শঙ্কা রয়েছে। বার্লিনের কেন্দ্রীয় রেলস্টেশনে কাজ করা স্বেচ্ছাসেবীরা জানিয়েছেন যে, কিছু ক্ষেত্রে ইউক্রেনীয় শরণার্থীদের আশ্রয়ের বিনিময়ে এমন প্রস্তাব দেওয়া হচ্ছে যা প্রশ্নবিদ্ধ। তাই, সেখানে নিরাপত্তা আরও কঠোর করা প্রয়োজন বলে মনে করেন তারা। জার্মান পুলিশও মানবপাচার চক্রের ব্যাপারে ইউক্রেন থেকে আসা শরণার্থীদের সতর্ক করেছে। প্রয়োজন পুলিশ ছাড়া অন্য কারো সাহায্য না নিতে এবং সন্দেহজনক পরিস্থিতিতে দ্রুত পুলিশকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। পোল্যান্ডের সীমান্তবর্তী শহর শেমিসেলে কাজ করা স্বেচ্ছাসেবকরা অভিযোগ করে বলেছেন, কেউ কেউ সেখানে শরণার্থীদেরকে বিদেশে আশ্রয় দেওয়ার প্রলোভন দেখিয়েছে। শেমিসেলে কাজ করা একটি বেসরকারি উন্নয়নসংস্থার প্রধান ইহর হরকিভ জানান, তিনি একটি ঘটনার কথা জানেন, যেখানে এক ইউক্রেনীয় নারীকে বিদেশে যাওয়ার টিকিট ধরিয়ে দেওয়ার পর পুলিশি হস্তক্ষেপ দরকার হয়েছিল। এদিকে, ইউক্রেন যুদ্ধের শুরুর দিকে শরণার্থী ঢল সামলাতে গিয়ে মানবপাচারের ব্যাপারে দিকে গুরুত্ব দিতে পারেনি প্রতিবেশী রাষ্ট্রগুলো। তবে, এখন এ ব্যাপারে সচেতনতা বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মানবপাচারকারীদের খপ্পর থেকে বাঁচতে স্বেচ্ছাসেবকরা বলেছেন, কেউ সহায়তা করতে চাইলে তার সঙ্গে একটি সেলফি তুলে রাখা। যদি কেউ এভাবে সেলফি তুলতে আগ্রহী না হয় তাহলে তার সহায়তা না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি, একটি অ্যাপও চালু করা হয়েছে যেখানে কোন চালকের সঙ্গে কারা কোথায় যাচ্ছেন তা নথিভুক্ত করা হচ্ছে। SHARES আন্তর্জাতিক বিষয়: