ঈদুল আযহার টেলিফিল্ম “কেন”তে এবার নিশো Wasiq Ahmed Wasiq Ahmed প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ, জুন ২২, ২০২০ এবারের ঈদুল আযহায় অন্যতম আকর্ষণ মাহমুদুর রহমান হিমি পরিচালিত ” কেন” টেলিফিল্ম। কেননা এই ঈদে আফরান নিশো এর একমাত্র টেলিফিল্ম এটি। টিভি পর্দায় দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা থেকে দর্শকদের জন্যই এবারের ঈদে হিমি পরিচালিত “কেন” টেলিফিল্মে অভিনয় করেছেন আফরান নিশো। এছাড়া এই টেলিফিল্মে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী রুমানা রাশিদ ঈশিতা ,মেহজাবিন ও তাওসিফ সহ আরো অনেক পরিচিত মুখ । জনপ্রিয় পরিচালক মাহমুদুর রহমান হিমির সাথে বাংলা নিউজ ২৬ যোগাযোগ করলে তিনি বলেন বর্তমান পরিস্থিতিতে নাটক ও টেলিফিল্ম এর শিডিউল নিয়ে কাজ করা বেশ কঠিন তারপরেও দর্শকদের কথা চিন্তা করে কিছু কাজ আমাদের করতেই হয় তারই ধারাবাহিকতায় এই টেলিফিল্মটি নিয়ে কাজ করেছিলেন। আশা করি টেলিফিল্মটি দর্শকদের করোনা পরিস্থিতির মধ্যে এক ভিন্ন মাত্রার বিনোদন দিবে। তিনি আরো জানান পুরো ৭৫ মিনিটের টেলিফিল্মে দর্শকরা এটির কাহিনি দারুন উপভোগ করবেন। এই টেলিফিল্মটি গাঙচিল এর ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হবে। খুব শীঘ্রই টেলিফিল্মটির সম্প্রচারনের দিন চূড়ান্ত করা হবে বলে পরিচালক জানিয়েছেন। SHARES বিনোদন বিষয়: