ঈদের ছুটিতেও করোনা পরীক্ষা চালু রাখার নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণলায়ের News Publisher News Publisher প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, মে ২০, ২০২০ ঈদের ছুটি, সরকারি যে কোন ছুটি এবং সাপ্তাহিক বন্ধের দিনেও করোনাভাইরাস পরীক্ষার জন্য পিসিআর ল্যাব চালু ও ল্যাবরেটরিতে কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার (১৯ মে) সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব (পার-১ অধিশাখা) শামীমা নাসরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বর্তমান কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনা করে ঈদের ছুটি, সরকারি যে কোন ছুটি এবং সাপ্তাহিক বন্ধের দিনে করোনাভাইরাস পরীক্ষার জন্য দেশের সকল পিসিআর ল্যাবরেটরিতে কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ লক্ষ্যে ঈদের ছুটি, সরকারি যে কোন ছুটি এবং সাপ্তাহিক বন্ধের দিনেও যেন নমুনা সংগ্রহ, ল্যাবরেটরিতে পাঠানো এবং পরীক্ষা ব্যবস্থা অব্যাহত থাকে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশক্রমে অনুরোধ করা হলো। SHARES স্বাস্থ্য বিষয়: