একদিনে ১১ হাজার অতিক্রম হল

প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২২

দেশে করোনা শনাক্তের হার এক দিনের ব্যবধানে ২% বেড়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত নতুন শনাক্ত রোগীর সংখ্যা ১১,৪৩৪। এই সময়ে করোনায় মৃত্যু হয়েছে ১২ জনের।

আজ শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় দেশে মোট ৪০,১৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২৮ দশমিক ৪৯ শতাংশ। আগের দিন এ হার ছিল ২৬ দশমিক ৩৭ শতাংশ।