এগিয়ে চলেছে বিজেপি এবং ছাত্র সমাজ Wasiq Ahmed Wasiq Ahmed প্রকাশিত: ২:৩৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২১ তারুণ্যের রাজনীতি বিকাশে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)র শক্তিশালী প্লাটফর্ম গড়ে তোলাই ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের প্রথম লক্ষ্য।তারই ধারাবাহিকতায় ঢাকা মহানগর উওর এবং দক্ষিণ এর বিভিন্ন থানার দলের অঙ্গসংঠনের নেতাদের সাথে ধারাবাহিক ভাবে মতবিনিময় সভা করছেন আন্দালিব রহমান পার্থ। ঢাকার বাইরেও দলের কার্যকক্রম দ্রুত এগিয়ে যাচ্ছে বলে জানা গেছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে দেশে নতুন ধারার রাজনীতি হিসেবে তরুণদের রাজনৈতিক দলই স্থান পায় এবং আমরা আশাবাদী – বলেন বিজেপির নেতৃবৃন্দ। জানা গেছে, বিজেপিকে আগামীর বাংলাদেশের জন্য ঢেলে সাজানো হচ্ছে। জেলায় জেলায়, গ্রামে গ্রামে চলছে কমিটি গঠনের কাজ। বিজেপি তাদের ছাত্র সংগঠন ছাত্র সমাজকেও তৈরি করছে নতুন ভাবে। বিভিন্ন জায়গায় বিজেপি এবং ছাত্র সমাজের কার্যক্রম এগিয়ে চলেছে। SHARES রাজনীতি বিষয়: