ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার খেলতে নেমেই পাকিস্তানকে হারিয়ে প্রথম জয় উদযাপন করছে বাংলাদেশের বাঘিনীরা Abrar Atik Abrar Atik প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২২ ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার খেলতে নেমেই পাকিস্তানকে হারিয়ে দিয়ে—ইতিহাস গড়ারই এক দিন আজ বাংলাদেশের মেয়েদের দলের। দেশের নারী ক্রিকেটকে অন্য উচ্চতায় তুলে নেওয়ার ক্ষণ। দেশের মানুষের আনন্দের উপলক্ষ। অধিনায়ক নিগার সুলতানা ভাষায় প্রকাশ করতে পারছেন না তাঁর অনুভূতি। পাকিস্তান এমনিতে বাংলাদেশের চেনা প্রতিপক্ষ। সর্বশেষ তিন ম্যাচে পাকিস্তানকে হারানোর অভিজ্ঞতা আছে বাংলাদেশের। কিন্তু বিশ্বকাপে জয় যে অন্যরকম এক অনুভূতি। বিশ্বকাপে প্রথম জয়কে প্রেরণা বানিয়ে এখন সামনের দিকে এগিয়ে যেতে চান অধিনায়ক নিগার, ‘আমি এ জয়ের অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না। এটি বিশ্বকাপে আমাদের প্রথম জয়। আমরা ইতিহাস গড়েছি। এই জয়ের ধারাবাহিকতা আমরা সামনের ম্যাচগুলোতেও টেনে নিয়ে যেতে চাই। পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ ওয়ানডে বাছাইপর্বের জয়টি আজকের ম্যাচে দারুণ কাজে লেগেছে বলে জানিয়েছেন অধিনায়ক নিগার, ‘আমরা পাকিস্তান দলকে খুব ভালো করেই চিনি, জানি। আমরা একে অন্যের বিপক্ষে অনেকবার খেলেছি। বাছাইপর্বেও আমরা পাকিস্তানকে শেষ ওভারে হারিয়েছিলাম।’ আরো বলেন, ‘ যেকোনো জয়ই প্রেরণা সামনে এগিয়ে যাওয়ার। যেকোনো জয়ই আত্মবিশ্বাস জোগায়। নিগার পাকিস্তানকে হারানোর আত্মবিশ্বাসটা ভবিষ্যতে কাজে লাগাতে চান, ‘জয় আত্মবিশ্বাস জোগায়। আর জয়ের ধারাবাহিকতা আমরা সব সময় চাই। আমরা যথেষ্ট ভালো দল। আমরা উন্নতি করছি। আমরা যে জিততে পারি, সেটি আমরা খুব ভালো করেই জানি।’ SHARES খেলাধুলা বিষয়: