কবিতা:- আধপোড়া চাঁদ। লেখক:- আবু সাঈদ Admin Admin প্রকাশিত: ৯:০৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২১ আধপোড়া চাঁদ আবু সাঈদ রেলিংয়ের ফাকে জেগে ওঠা আআধপোড়া চাঁদ তুই কি জাগবি আমার সাথে নির্ঘুম রাত ইস!!! আমি যদি তুই হতাম বিমর্ষ তরুনের রাতজাগা চোখে ভাসসতাম কাচের জানালার ফাঁকের দমকে হাওয়া হতাম সবে গোছানো ঘরের টা এলোমেলো করে দিতাম ইস! আমি যদি তুই হতাম আনমনে তরুণীর সারা শরীর ছুঁয়ে দিতাম মৃদু সাগরের জেগে উঠা উত্তাল ঢেউ নিস্তব্ধ রাতে তোর কাছে কি আজ কেউ? ইশশ! আমি যদি তুই হতাম সমুদ্রের বুকে ভেসে থাকা সব মেঘ ভাসিয়ে দিতাম!!! SHARES শিল্প সাহিত্য বিষয়: