করোনাভাইরাসের নতুন ধরনের প্রবেশ ঠেকাতে ভারতীয় যাত্রীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ, ইরান lorem ipsum lorem ipsum প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২১ ইরান জানিয়েছে, করোনাভাইরাসের নতুন ধরনের প্রবেশ ঠেকাতে ভারতীয় যাত্রীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। খবর রয়টার্সের। ইরানের বেসামরিক বিমান সংস্থা স্থানীয় গণমাধ্যমগুলোকে জানিয়েছে, ইরান থেকে ভারত ও পাকিস্তানে যাওয়ার ও দেশ দুটি থেকে ইরানে আসার সকল ফ্লাইট রোববার মধ্যরাত থেকে স্থগিত রাখা হবে। স্বাস্থ্যমন্ত্রী সাইদ নামাকি স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘ভারতীয় যাত্রীদের প্রত্যক্ষ ও পরোক্ষ পরিবহন স্থগিত’ করতে অনুরোধ করেছেন। প্রেসিডেন্ট হাসান রুহানি রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে বলেছেন, ‘ভারতীয় করোনাভাইরাস আমাদের জন্য একটি নতুন হুমকি।’ তিনি বলেন, ‘ভারতীয় ভাইরাস যুক্তরাজ্যের ও ব্রাজিলের ধরনের চেয়ে বেশি বিপজ্জনক।’ রুহানি আরও বলেন, ‘পূর্বাঞ্চলের সকল প্রদেশকে নিশ্চিত করতে হবে যে আক্রান্ত ব্যক্তিরা যেন সীমান্ত পার হয়ে দেশে প্রবেশ করতে না পারে।’ ইরানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। করোনার চতুর্থ ঢেউ রোধে বর্তমানে দুই সপ্তাহের লকডাউনে রয়েছে দেশটির অধিকাংশ প্রদেশ। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিদিন ২০ হাজার জনেরও বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রায় ৭০ হাজার জনের। SHARES আন্তর্জাতিক বিষয়: