করোনা পরিস্থিতিতে সীমিত মুসল্লি নিয়ে হজের পরিকল্পনা Wasiq Ahmed Wasiq Ahmed প্রকাশিত: ১১:২৮ পূর্বাহ্ণ, জুন ৯, ২০২০ প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বজুড়ে মহামারি রূপ নিয়েছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সৌদি আরবে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। সৌদি সরকার এমন পরিস্থিতিতে এবার সীমিত মুসল্লি নিয়েই হজের পরিকল্পনা করছে। সোমবার সৌদি সরকারের হজ পরিকল্পনার সঙ্গে জড়িত কয়েকটি সূত্রের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স। সারাবিশ্ব থেকে হজ উপলক্ষে ২৫ লাখ মুসলিম সৌদি আরব ভ্রমণ করেন। আগামী জুলাইয়ের শেষের দিকে এবারের হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে, গত মার্চে করোনাভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ার পর সৌদি সরকারের পক্ষ থেকে হজ নিয়ে মুসল্লিদের অপেক্ষা করতে বলা হয়েছিল। সৌদি সরকারের হজ পরিকল্পনার সঙ্গে জড়িত দুই জন কর্মকর্তা রয়টার্সকে বলেন, শুধুমাত্র প্রতীকী সংখ্যা হিসেবে কিছু মুসল্লি হজের সুযোগ পাবে। এছাড়া বৃদ্ধদের হজ করায় নিষেধাজ্ঞা দেয়া হবে। পাশপাশি স্বাস্থ্যগত বিষয়গুলো বিশেষভাবে খেয়াল রাখা হবে । সূত্র জানায়, সৌদি সরকার প্রতি দেশের হজের কোটার ২০ শতাংশ মুসল্লি আনার পরিকল্পনা করছে। তবে সৌদি সরকারের অনেক কর্মকর্তাই এ বছরের হজ বাতিলের পক্ষ মত দিয়েছেন বলে জানা গেছে। সৌদি সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। SHARES আন্তর্জাতিক বিষয়: