করোনা পরীক্ষায় যুক্ত হলো আরও একটি ল্যাব News Publisher News Publisher প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, মে ২৮, ২০২০ করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় আরও একটি নতুন আরটি-পিসিআর ল্যাবরেটরি সংযুক্ত হয়েছে। এ নিয়ে সর্বমোট ল্যাবরেটরির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯-এ। এর মধ্যে রাজধানী ঢাকায় ২৫টি এবং ঢাকার বাইরে ২৪টি ল্যাবরেটরি রয়েছে। নতুন যুক্ত হওয়া ল্যাবটি হলো- সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ। বৃহস্পতিবার (২৮মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারা দেশে ৪৯টি ল্যাবরেটরিতে করোনাভাইরাস শনাক্তে আরও ৯ হাজার ২৬৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয় ৯ হাজার ৩১০টি নমুনা। এতে নতুন রোগী শনাক্ত হয় ২ হাজার ২৯ জন। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ২ লাখ ৭৫ হাজার ৭৭৬ টি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৫০০ জন এবং এ পর্যন্ত ৮ হাজার ৪২৫ জন সুস্থ হয়েছেন। SHARES জাতীয় বিষয়: