করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় এক জনের মৃত্যু এবং নতুন শনাক্ত হয়েছে আরও ৬৯ জন Abrar Atik Abrar Atik প্রকাশিত: ১:২৮ পূর্বাহ্ণ, মার্চ ৩০, ২০২২ দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে,নতুন শনাক্ত হয়েছে ৬৯ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ১২০ জন এবং মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫১ হাজার ৪৩২ জনে পৌঁছেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ২১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদিন শনাক্তের হার শূন্য দশমিক ৭৫ শতাংশ। দেশে মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ১৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ। এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৭৪৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৭৯ হাজার ৫৪৪ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৩২ শতাংশ। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। SHARES সারা বাংলা বিষয়: