করোনা: ৩ মাস পর বিমানের প্রথম ফ্লাইট ছাড়ছে লন্ডনের উদ্দেশে Wasiq Ahmed Wasiq Ahmed প্রকাশিত: ১০:৫৬ পূর্বাহ্ণ, জুন ২১, ২০২০ কোভিড-১৯ সংক্রমণ থেকে বাঁচতে বন্ধ হওয়ার প্রায় তিন মাস পর আন্তর্জাতিক রুটে চালু যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। রোববার বেলা ১১টা ৪০ মিনিটে বিমানের প্রথম আন্তর্জাতিক ফ্লাইটটি যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা রয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, লন্ডনের উদ্দেশে ফ্লাইটটি ছেড়ে যাবে বেলা ১১টা ৪০ মিনিটে। বোর্ডিং হওয়ার পর বলা যাবে কতজন যাত্রী যাচ্ছেন। SHARES এভিয়েশন বিষয়: