কর্মসংস্থানের উদ্যোগ নিলেন ডাঃ মোঃ রাইয়ান হাসার News Publisher News Publisher প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, মে ২৭, ২০২১ বেকারদের কর্মসংস্থান এর জন্য যশোর কমিউনিটির সভাপতি ডাঃ মোঃ রাইয়ান হাসার আজ যশোরের কিছু হ্যাচারি পরিদর্শন করেন এবং তাদের সাথে মতবিনিময় করেন। সাথে উপস্থিত ছিলেন যশোর কমিউনিটির দপ্তর সম্পাদক মোঃ নাবিদ হাসার। হ্যাচারি, আড়ত, কাচা বাজার সহ বিভিন্ন বিষয় আলোচনায় স্থান পায়। হ্যাচারির পাশাপাশি ডাঃ মোঃ রাইয়ান হাসার আরো কিছু সেক্টরের পেশাজীবীদের সাথে অচিরেই আলোচনা করবেন। তিনি বেকারত্ব দূরীকরণে তার সাধ্যমত প্রয়াস চালাবেন বলে জানিয়েছেন। তিনি বলেছেন, আমাদের সাধ্য সীমিত। সমাজের বিত্তশালীদের এই ব্যপারে আরো অগ্রনী ভূমিকা পালনের আহবান জানান তিনি। SHARES যশোর কর্ণার বিষয়: