কিউবার আবদালা টিকা করোনা প্রতিরোধে ৯২ শতাংশ কার্যকর Showhardo Shuvo Showhardo Shuvo প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্ণ, জুন ২২, ২০২১ করোনা সংক্রমণে দিশেহারা সারা বিশ্ব। করোনা মোকাবেলায় বেরিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি করোনা টিকা। সারাবিশ্বে শুরু হয়েছে টিকাদানও। এবার কিউবার আবদালা টিকা করোনাভাইরাসের বিরুদ্ধে ৯২ শতাংশেরও বেশি কার্যকর বলে দাবি করেছে প্রস্তুতকারী প্রতিষ্ঠান। তবে এই কার্যকারিতা সংক্রমণ, রোগ নাকি মৃত্যুর ক্ষেত্রে তা সুনির্দিষ্টভাবে তুলে ধরা হয়নি। কিউবা বর্তমানে করোনার পাঁচটি ভ্যাকসিন নিয়ে কাজ করছে। এর মধ্যে দুটির ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হওয়ায় গত মাস থেকে দেশটি জনগণকে টিকা দেওয়ার কাজ শুরু করেছে। বায়োকিউবাফার্মা টুইট করে জানিয়েছে, ইতোমধ্যে ব্যবহার শুরু করা দু’টি টিকার একটি আবদালা। করোনার বিরুদ্ধে এর তিনটি ডোজ ৯২.২৮ শতাংশ কার্যকর। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল এ খবরকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, এটি এমন এক অর্জন, যা কিউবার গর্বকে বহুগুণ বাড়িয়ে দেবে। দেশটিতে সম্প্রতি করোনার সংক্রমণ দ্রুতই বেড়ে চলেছে। সোমবার কিউবায় নতুন করে এক হাজার ৫৬১ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছে এক লাখ ৬৯ হাজার। মারা গেছে ১ হাজার ১৭০ জন। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (কোভিড-১৯) করোনাভাইরাসের সংক্রমণ অথবা রোগের জন্য যে কোনো টিকার ক্ষেত্রে কার্যকারিতার মান কমপক্ষে ৫০ শতাংশ নির্ধারণ করেছে। SHARES আন্তর্জাতিক বিষয়: