কোপা আমেরিকা: ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি ব্রাজিল ও পেরু Ahmed Faiyaz Ahmed Faiyaz প্রকাশিত: ৩:০৯ পূর্বাহ্ণ, জুলাই ৬, ২০২১ কোপা আমেরিকার সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও পেরু।বাংলাদেশ সময় ভোর ৫ টায় মাঠে গড়াবে এ ম্যাচ। উভয় দলের ফাইনালে যাওয়ার পথে বাধা এই ম্যাচ।তবে পরিসংখ্যান ও সাম্প্রতিক পারফরম্যান্স এগিয়ে রাখছে ব্রাজিলকে।গ্রুপ পর্বের ম্যাচে পেরুকে ৪-০ গোলে হারিয়েছে ব্রাজিল। মুখোমুখি লড়াইয়ে সব মিলে ৪৬টি ম্যাচে মুখোমুখি হয়েছে ব্রাজিল-পেরু। সেলেসাওদের জয় ৩৩টিতে। কোপায় মুখোমুখি ১২ লড়াইয়ে ব্রাজিলের জয় ৮টিতে। হার ও ড্র দুটি করে। খেলাটি দেখাবে সনি টেন ২ SHARES খেলাধুলা বিষয়: