খাগড়াছড়িতে এপিবিএন হাই স্কুলে আগুন,প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে নষ্ট Twipra Jack Twipra Jack প্রকাশিত: ৯:১৩ পূর্বাহ্ণ, অক্টোবর ৬, ২০২১ খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি: খাগড়াছড়ির সদরস্থ এপিবিএন হাই স্কুলে আগুন লেগে প্রয়োজনীয় নথিপত্র পুড়ে ছাই হয়েছে। বুধবার(৬অক্টোবর)সকাল প্রায় সাড়ে ৫টায় এ পি ব্যাটালিয়ন হাই স্কুলে আগুনে লাগে ।পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসে একটি টিম সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ও অত্র স্কুল শিক্ষকেরা জানান,সকাল প্রায় সাড়ে ৫টায় আমরা স্কুলের অফিস কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখি।পরে সেখানে গিয়ে দেখি ভেতরে আগুন জ্বলছে।এরপর আমরা ফায়ার সার্ভস স্টেশনে কল দিই।পরে ফায়ার সার্ভিসের দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এপিবিএন স্কুলের একজন সহকারী শিক্ষক জানান,আগুনে পুড়ে স্কুলের অধিকাংশ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে নষ্ট হয়ে গেছে।অফিস কক্ষের আসবাবপত্র পুড়ে গেছে। খাগড়াছড়ি ফায়ার স্টেশনের স্টেশন অফিসার রাজেস বড়ুয়া জানান,আমরা প্রায় সকাল সাড়ে ৫টায় এপিবিএন স্কুলে আগুন লাগার খবর পায়।খবর পেয়ে তাৎক্ষণিক আমাদের একটি টিম নিয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন আগুন নিয়ন্ত্রণে আনে।ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত তদন্তের মাধ্যমে জানা যাবে। SHARES খাগড়াছড়ি বিষয়: