খাগড়াছড়িতে টমটম চার্জ দেয়ার সময় বৈদ্যুতিক স্পর্শে একজনের মৃত্যু

প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২১

খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলা সদরে টমটম চার্জদিতে গিয়ে বৈদ্যুতিক স্পর্শে মোঃ মানিক মোল্লা(৩৮) নামে একজনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৬আগস্ট) দুপুর আনুমানিক ১-৪০ মিঃ এর সময় নিজ বাড়িতে টমটম চার্জদিতে সময় এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তি মোঃ মানিক মোল্লা (৩৮) জেলা সদরের শালবন রসুলপুর এলাকার আব্দুল মোতালেবের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ১-৪০ মিনিটে নিজ বাড়িতে টমটম গাড়ির চার্জদিতে অসতর্কতাবশত বৈদ্যুতিক স্পর্শে তার মৃত্যু হয়। এ নিয়ে বৈদ্যুৎ সংযোগ, বিদ্যুৎ ব্যবহার, টমটম চার্জ সহ যাবতীয় কাজে বাড়তি সতর্ক থাকা দরকার বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ ব্যাপারে খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশিদ জানান, মৃত্যুর ব্যাপারে তিনি অবগত আছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন।