খাগড়াছড়িতে দুর্গাপূজা উপলক্ষে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ঔষধ সামগ্রী বিতরণ Twipra Jack Twipra Jack প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, অক্টোবর ১২, ২০২১ খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে সদর উপজেলা সনাতন সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চক্ষু চিকিৎসা সেবা, ঔষধ ও গরীব চক্ষু রোগীদের বিনামূল্যে চশমা বিতরণ করেছে । এই চিকিৎসা সেবা কার্যক্রমে সদর এলাকার বিভিন্ন ধর্ম ও বর্ণের প্রায় আড়াই‘শ মানুষ সেবা গ্রহণ করেন । চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের একদল চিকিৎসক এ কর্মসূচী বাস্তবায়নে সহযোগিতা করেন। সোমবার (১১অক্টোবর) সকালে পৌর এলাকার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই বিনামূল্যে চিকিৎসা সেবার উদ্বোধন করেন প্রধান অতিথি ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স এর চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি। এসময় সনাতন সমাজ কল্যাণ পরিষদ, সদর উপজেলা কমিটির সভাপতি সুজিত দাশ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, সিভিল সার্জন ডাঃ নুপুর কান্তি দাশ, সনাতন সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি এড: বিধান কানুনগো, পৌরসভার প্যানেল মেয়র-২ পরিমল দেবনাথ প্রমূখ। চিকিৎসা সেবা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে কুজেন্দ্র লাল এমপি বলেন, প্রতিবছর দুর্গাপূজায় সনাতন সমাজ কল্যাণ পরিষদ বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজনের মধ্য দিয়ে এলাকার অনেক অসহায় রোগীদের।উপকৃত হয়। আগামীতে এ ধারা অব্যাহত রাখার আহবান জানিয়ে তিনি বলেন, পৃথিবীতে, মানুষের সেবার চেয়ে বড় মহৎ কাজ আর নেই। SHARES খাগড়াছড়ি বিষয়: