খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে সাম্মাদিট্টি ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন Twipra Jack Twipra Jack প্রকাশিত: ১১:০২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২২ খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি: “চিরং তিটঠাতু বুদ্ধ সাসনম”এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেব মানবের পূজ্য ষড়াভিজ্ঞ অর্হৎ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির(বনভন্তে)র ১০ম(দশম)পরনির্বাণ বার্ষিকী ও বৌদ্ধ ধর্মীয় সামাজিক সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠন সাম্মাদিট্টি ফাউন্ডেশন এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহতি পূণ্যানুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৩১জানুয়ারি)সকাল ৯টা থেকে দিনব্যাপি খাগড়াছড়ির মহালছড়ি উপজেলাস্থ জ্ঞানোদয় বন বিহারে এ উপলক্ষে নানান আয়োজনে উদযাপন করা হয়।উদযাপন অনুষ্ঠানে সাম্মাদিট্টি ফাউন্ডেশনের উপদেষ্টা ভদন্ত প্রজ্ঞাপাল স্থবির ভান্তে’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূজ্য বনভান্তের শিষ্য সংঘের প্রধান ও রাজবন বিহারের আবাসিক প্রধান ভদন্ত প্রজ্ঞালংকার মহাস্থবির।সভা সঞ্চালনা করে বিশিষ্ট সমাজ সেবক মুকুল চাকমা। এ সময় সাম্মাদিট্টি ফাউন্ডেশনের উদ্যোগে সম্মাননা স্মারক হিসেবে অতিথি এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ডে অবদান রাখায় ৯জনের মাঝে ক্রেস্ট তুলে দেয়া হয়।সম্মাননা যারা পেয়েছেন তারা হলেন সাম্মাদিট্টি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা পূজ্য বনভান্তের শিষ্যসংঘের প্রধান ও রাজবন বিহারের আবাসিক প্রধান ভদন্ত প্রজ্ঞালংকার মহাস্থবিরকে সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করেন জ্ঞানোদয় বন বিহার পরিচালনা কমিটি’র সভাপতি নিপুল বিকাশ খীসা, মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার শীল’কে সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করেন সাম্মাদিট্টি ফাউন্ডেশনের উপদেষ্টা ও জ্ঞানোদয় বন বিহার কমিটির সভাপতি নিপুল বিকাশ খীসা,মোহিনী লতা চাকমাকে ক্রেষ্ট প্রদান করেন উপদেষ্টা যমুনা রঞ্জন খীসা,ইউপি সদস্য তান্টুমনি তালুকদারকে ক্রেষ্ট প্রদান করেন ফাউন্ডেশনের সহ-সভাপতি রীতিময় চাকমা,ইউপি সদস্য মানিক রঞ্জন খীসাকে ক্রেষ্ট প্রদান করেন সাধারণ সম্পাদক অক্ষয় চাকমা,ইউপি সদস্য রিপন চাকমাকে ক্রেষ্ট প্রদান করেন সদসয অর্পন চাকমা, সাম্মাদিট্টি ফাউন্ডেশনের উপদেষ্টা প্রবৃতি কুমার চাকমাকে ক্রেষ্ট প্রদান করেন ফাউন্ডেশনের সহ-সভাপতি উদয়ন চাকমা, ফাউন্ডেশনের উপদেষ্টা ভদন্ত বুদ্ধসার স্থবির ভান্তেকে ক্রেষ্ট প্রদান করেন জ্ঞানোদয় বন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তান্টুমনি তালুকদার,ফাউন্ডেশনের উপদেষ্টা ভদন্ত প্রজ্ঞাপাল স্থবির ভান্তেকে ক্রেষ্ট প্রদান করেন ইউপি সদস্য মানিক রঞ্জন খীসা। জানা যায়,বৌদ্ধিক চিন্তা চেতনা বিনির্মাণে এবং বৌদ্ধ শাসন তথা মানবতার নিঃস্বার্থ সেবায় ছাত্র-ছাত্রী,উপাসক-উপাসিকা হিসেবে বুদ্ধের নৈর্বানিক ধর্ম শিক্ষা অনুশীলন,শাসন ও মানবতা সপবা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির মৌলিক ভিত্তিতে “সাম্মাদিট্টি ফাউন্ডেশনের প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য।এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক,সামাজিক, স্বেচ্ছাসেবী ও মানবতার সেবামূলক সংগঠন।পারস্পরিক পরিচিতি,ভাতৃত্ববোধ,মানবতার সেবা প্রচার,প্রসার,উন্নয়ন ও নৈতিক চরিত্র গঠনের লক্ষে এ সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। SHARES খাগড়াছড়ি বিষয়: