খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত Admin Admin প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২১ খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী পালন করেছে জেলার সর্বস্তরের জনগণ। আজ রবিবার(১৫ আগস্ট)সকাল থেকেই দিবসটি উপলক্ষে জেলা সদরের পৌর টাউন হলের প্রাঙ্গণে বঙ্গবন্ধুসহ ১৫আগস্টে সকল শহীদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান ও জেলা আওয়ামীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি,জেলা প্রশাসন,জেলা পুলিশ, সাংবাদিক ইউনিয়ন,প্রেস ক্লাব,সামাজিক সংগঠন,জেলা রেড-ক্রিসেন্ট সোসাইটিসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা স্বাস্থ্য বিধি মেনে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এসময় আরো খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরীসহ দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় দিবসটি উপলক্ষে জেলার সব মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত এবং সুবিধাজনক সময়ে জেলার সকল মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা আয়োজন করা হয়েছে। SHARES খাগড়াছড়ি বিষয়: