খাগড়াছড়িতে শহর সমাজসেবার আয়োজনে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ Twipra Jack Twipra Jack প্রকাশিত: ১২:২০ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০২১ খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণোত্তর সনদপত্র বিতরণ করা হয়েছে।মঙ্গলবার(৯নভেম্বর)জেলা শহর সমাজসেবা কার্যালয়’র উদ্যোগে ৪৩ জন প্রশিক্ষণার্থীর মাঝে এ সনদপত্র বিতরণ করা হয়। জানা যায়,গত জানুয়ারী-জুন’২০২০সেশনে কম্পিউটার এপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন ও সেলাই ট্রেডে প্রশিক্ষণে অংশ নিয়ে কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে এ সনদ বিতরণ করা হয়। এতে জেলার শহর সমাজসেবা কর্মকর্তা মো. নাজমুল আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মনিরুল ইসলাম। এসময় প্রশিক্ষক মোঃ আরিফ হোসেন’র সঞ্চালনায় প্রধান অতিথি তার বক্তব্যে মোঃ মনিরুল ইসলাম বলেন, উন্নত আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হলে কারিগরি শিক্ষার বিকল্প নেই। বিশেষ করে তথ্য প্রযুক্তির এই যুগে কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে হলে কম্পিউটার, গ্রাফিক্সসহ বিভিন্ন সেক্টরে নিজেদের দক্ষ করে তুলতে হবে। দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, খাগড়াছড়ি সে লক্ষ্যে তার প্রশিক্ষণার্থীদের সহায়তা করে যাচ্ছে। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সমন্বয় পরিষদ সভাপতি রবি শংকর তালুকদারসহ আরো অনেকে। SHARES খাগড়াছড়ি বিষয়: