খাগড়াছড়ির মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নতুন এ্যাম্বুলেন্সের শুভ উদ্বোধন Twipra Jack Twipra Jack প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২১ খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে গর্ভবতী মায়র স্বাস্থ্যসেবার জন্য মা ও শিশু কল্যাণ কেন্দ্রে পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্তৃক পাঠানো এ্যাম্বুলেন্সের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বেলুন ও ফিতা কেটে শুভ উদ্বোধন করে প্রধান অতিথি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। এসময় মা ও শিশু হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিকট গাড়ির চাবি হস্তান্তর করা হয়। প্রধান অতিথি বক্তব্যে মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, বিনা পয়সায় গর্ভবতী মায়েরা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে চিকিৎসা সেবা গ্রহণ ও বিনা পয়সায় এ্যাম্বুলেন্স সেবাও পাবে। আওয়ামী লীগের সরকার জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতায় আছে বলে এই সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে দেশে বিভিন্ন হাসপাতালে গর্ভবতী মায়ের সুচিকিৎসা নিশ্চিত করতে এ্যাম্বুলেন্স দেয়া হচ্ছে।বিনামূল্যে নানান সুযোগ সুবিধা দিয়ে আসছে। আমরা শান্তিতে বসবাস করতে পারছি। এক কথায় আমরা শান্তিতে আছি। এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বশিরুল হক ভুঁঞা, খাগড়াছড়ি পরিবার পরিকল্পনার উপ-পরিচালক এমরান হোসেন চৌধুরী, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার (ক্লিনিক) ডাঃ চৌধুরী শারমিন হায়দার, এমসিএইচএফপি খাগড়াছড়ি’র মেডিকেল অফিসার (এনেস্থিসিয়া) ডাঃ সুভাষ বসু চাকমা, জেলা ক্রীড়া সংসার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিত রায় দাশসহ সংশ্লিষ্ট বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। মা ও শিশু হাসপাতালে কেন্দ্র সূত্রমতে,পরিবার পরিকল্পনা অধিদপ্তরের থেকে সারা বাংলাদেশের ১১টি এম্বুলেন্স দেওয়ার উদ্যোগ নেয়। তারই অংশ হিসেবে ১১টি থেকে খাগড়াছড়ি জেলাকে ১টি দেওয়া হয়েছে। SHARES নারী ও শিশু বিষয়: