খাগড়াছড়ি রামকৃষ্ণ সেবাশ্রম’র নবম বার্ষিক উৎসব উদযাপন Twipra Jack Twipra Jack প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২১ খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা সদরের পাহাড়ী কৃষি গবেষণা কেন্দ্র এলাকায় প্রতাপ কার্বারী পাড়া রামকৃষ্ণ সেবাশ্রমের বার্ষিক উৎসব উদযাপিত হয়েছে শুক্রবার(২৪ডিসেস্বর) এ উপলক্ষে দিনব্যাপি ধর্মীয় অনুষ্ঠান,আলোচনা সভা,বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং জেলা প্রশাসন ও চট্টগ্রাম রামকৃষ্ণ সেবাশ্রমের পক্ষ থেকে প্রত্যন্ত অঞ্চলের ৩’শ শীতার্ত ও অসচ্ছল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে খাগড়াছড়ি রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি ভূবন মোহন ত্রিপুরা’র সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রামকৃষ্ণ সেবাশ্রমের প্রধান ধর্মীয় পুরোহিত অধ্যক্ষ শ্রী স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ। আলোচনা সভায় জেলা রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক জয় প্রকাশ ত্রিপুরার সঞ্চালনায় প্রধান চট্টগ্রাম রা:কৃ: সেবাশ্রমের ধর্মীয় পুরোহিত অধ্যক্ষ শ্রী স্বামী শক্তিনাথনন্দজী মহারাজ বলেন, আমাদেরকে শুধু বইয়ের পাতা উল্টিয়ে শিক্ষা অর্জন করলে হবেনা।আমাদেরকে লেখাপড়ার পাশাপাশি ধর্মীয় নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রত্যেকের মাঝে রামকৃষ্ণের নীতি আর্দশ জাগ্রত হতে হবে। তিনি খাগড়াছড়ি রামকৃষ্ণ সেবাশ্রমের কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধির জন্য সকলের সর্বাত্মক সহযোগিতা প্রার্থনা করেন। সভায় চট্টগ্রামের চাক্তাই লোকনাথ ধামের প্রতিষ্ঠাতা সভাপতি অজয় কুমার দাশ মজুমদার এর অর্থায়নে রামকৃষ্ণ সেবাশ্রমের উপাসনা মন্দির নির্মাণের জন্য প্রাথমিক ভাবে ১০লক্ষ টাকার চেক প্রদান করা হয়।জেলা প্রশাসকের প্রতিনিধি আরডিসি প্রশান্ত চক্রবর্তী জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার আশ্বাস ব্যক্ত করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের চাক্তাই লোকনাথ ধামের প্রতিষ্ঠাতা সভাপতি অজয় কুমার দাশ মজুমদার,জেলা প্রশাসকের প্রতিনিধি (আরডিসি) প্রশান্ত চক্রবর্তী,বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক ও গবেষক প্রভাংশু ত্রিপুরা, বিশিষ্ট সমাজসেবক সুব্রত ভৌমিক, চট্টগ্রামের বাঁশখালীর রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি প্রবীর দাশ প্রমুখ।এছাড়াও দূর-দূরান্ত থেকে শত শত ভক্ত ও স্থানীয় ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন। SHARES খাগড়াছড়ি বিষয়: