খুলনায় বাঁধ পরিদর্শনে যেয়ে বিপাকে সংসদ সদস্য; জনতার তাড়া খেয়ে পলায়ন Showhardo Shuvo Showhardo Shuvo প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, জুন ১, ২০২১ আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে খুলনার কয়রার মহারাজপুর ইউনিয়নের দশহালিয়া এলাকায় কপোতাক্ষ নদের ভেঙে যাওয়া বাঁধ মেরামত দেখতে গিয়ে জনতার তাড়া খেয়েছেন সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু। ঘূর্ণিঝড় ইয়াসের পর বাঁধ ভেঙে মহারাজপুর ও পাশের বাগালী ইউনিয়নের অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়। নিয়মিত জোয়ারভাটা আসা-যাওয়ার কারণে ওই বাঁধ এখনও মেরামত করা সম্ভব হয়নি। তাই স্বেচ্ছাশ্রমে বাঁধটি মেরামত করছিলেন এলাকার কয়েকশ মানুষ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে একটি ট্রলার নিয়ে সেখানে উপস্থিত হন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সাংসদ মো. আক্তারুজ্জামান। এ সময় বাঁধে কাজ করা উত্তেজিত জনতা সংসদ সদস্যকে দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠেন। কাঁদা ছুড়ে মারতে থাকেন ট্রলারের দিকে। বাধ্য হয়ে সেখান থেকে ট্রলার নিয়ে চলে যান আক্তারুজ্জামান। পরে অবশ্য তিনি ফিরে আসেন। এ বিষয়ে মো. আক্তারুজ্জামান এমপি গণমাধ্যমকে বলেছেন, স্থানীয় মানুষ চান টেকসই বেড়িবাঁধ। প্রতিবছর ভাঙনে তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হন। ভাঙন এলাকায় কাজ করছিলেন কয়েক হাজার মানুষ। সেখানে গেলে তাকে (সংসদ সদস্য) দেখে মানুষ ক্ষোভ প্রকাশ করে টেকসই বেড়িবাঁধের দাবিতে বিক্ষোভ করেছেন। ‘তাদের ওই দাবি যৌক্তিক। বারবার বাঁধ ভাঙে আর বারবার স্বেচ্ছাশ্রমে তাদের কাজ করতে হয়। এ কারণে এলাকার এমপির ওপর তাদের ক্ষোভও বেশি।’ পরে ওই এলাকায় নেমে সাধারণ মানুষের সঙ্গে বাঁধের কাজও করেছেন বলে জানান তিনি। তবে তাকে বহনকারী ট্রলারে কাঁদা ছুড়ে মারা হয়নি বলে দাবি করেছেন সংসদ সদস্য আক্তারুজ্জামান। SHARES সারা বাংলা বিষয়: