গাড়ি আর একটি হেলিকপ্টার ভর্তি টাকা নিয়ে পালিয়েছেন আফগান প্রেসিডেন্টঃ রাশিয়া Abrar Atik Abrar Atik প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২১ আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি কাবুল থেকে চারটি গাড়ি আর একটি হেলিকপ্টার ভর্তি টাকা নিয়ে পালিয়েছেন বলে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে। রুশ দূতাবাসের মুখপাত্র নিকিতা ইশচেনকো-কে উদ্ধৃত করে ওই খবরে বলা হয়েছে যে, গানি যেভাবে পালিয়েছেন, সেটার মাধ্যমেই আফগানিস্তানের সরকারের পতন সবচেয়ে পরিষ্কার হয়েছে। চারটি গাড়ি ভর্তি টাকা ছিল। একটি হেলিকপ্টারেও তারা টাকার একটি অংশ ভরার চেষ্টা করেছিল, কিন্তু সব টাকা রাখার জায়গা হয়নি। সেইসব টাকা কিছু অংশ টারমাকে পড়ে ছিল,তাকে উদ্ধৃত করে বলা হয়েছে। এর আগে আফগানিস্তানে রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রি যিরনভ স্থানীয় একটি টেলিভিশনে বলেছেন যে, আশরাফ গানির সময় কাবুলের যে পরিস্থিতি ছিল, তালেবানের নিয়ন্ত্রণে পরিস্থিতির তার চেয়ে অনেক ভালো। SHARES আন্তর্জাতিক বিষয়: