গুইমারায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত,আহত আরও ২জন Twipra Jack Twipra Jack প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২২ খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি: সিমেন্ট-বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাগড়াছড়ির গুইমারায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। বুধবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের গুইমারা উপজেলাধীন বুদংপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সিমেন্ট-বোঝাই করে একটি ট্রাক চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি আসার পথে গুইমারা বুদংপাড়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাকে ভেতরে থাকা জীবন চন্দ্র মজুমদার (৫০) ও তার ছেলে রাজদ্বীপ মজুমদার নিহত হন। এ ঘটনায় চালক মেহেদী হাসান লাভলু ও সহকারী রাশেদকে আহত অবস্থায় উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত জীবন চন্দ্র মজুমদার (৫০) ও তার ছেলে রাজদ্বীপ মজুমদার১২) মানিকছড়ি গোদারপাড় এলাকার বাসিন্দা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকচালককে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে হাসপাতালে। চিকিৎসা চলছে।পরবর্তীতে আইনগত কার্যক্রমের প্রক্রিয়া চলছে। SHARES খাগড়াছড়ি বিষয়: