গোপীনাথপুর আই এইচ টি আইসোলেশন সেন্টারের সেবা Wasiq Ahmed Wasiq Ahmed প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, মে ২৮, ২০২০ গোপীনাথপুর আই এইচ টি আইসোলেশন সেন্টারের নিয়মিত রাউন্ডের চিত্র। প্রতিদিন ২ বেলা ডাক্তার, নার্স, স্যাকমো রোগীদের কাছে গিয়ে তাদের চিকিৎসা সেবা,ওষুধ বিতরণ নিশ্চিত করছেন। তাদের সমস্যাগুলো গুরুত্ব সহকারে শুনছেন এবং সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। এখন পর্যন্ত ১৫৮ জন করোনা পজিটিভ রোগী এই আইসোলেশন সেন্টারে চিকিৎসা নিয়েছেন। যাদের মধ্যে ৬৯ জন সুস্থ হয়ে বাসায় ফিরে গিয়েছে। বর্তমানে ৮৮ জন করোনা পজিটিভ রোগী চিকিৎসাধীন রয়েছে। শিশু, গর্ভবতী রোগীদের নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসকগণ এসে পরামর্শ দিয়ে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোন রোগী মারা যায়নি। সকল পর্যায়ের চিকিৎসা কর্মী নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। – ডাঃ আরিফ ইসলাম SHARES স্বাস্থ্য বিষয়: