চঞ্চল পূর্ণিমার মুন্সিগিরি Wasiq Ahmed Wasiq Ahmed প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২১ অভিনেতা চঞ্চল চৌধুরীর জন্য অপেক্ষা করছিলেন পরিচালক অমিতাভ রেজা চৌধুরী। তাঁকে ঘিরে আরও অনেকে। নিকেতনে তাঁর কার্যালয়ে বৃহস্পতিবার ছিল যেন উৎসব। অপেক্ষা পূর্ণিমার। চিত্রনায়িকা পূর্ণিমা এলেই কাটা হবে কেক। সেটার ওপরে ইংরেজি হরফে বড় করে লেখা ‘মুন্সিগিরি’। চঞ্চল-পূর্ণিমাকে নিয়ে শুরু হচ্ছে অমিতাভের প্রথম ওয়েবফিল্ম। গতকাল বৃহস্পতিবার দুপুরে ছিল বাংলা ওয়েব চলচ্চিত্রের ইতিহাসের বিশেষ একটি দিন। দেশি রহস্যগল্পে বাংলাদেশে নির্মিত হবে অমিতাভ রেজা চৌধুরীর প্রথম ওয়েবভিত্তিক চলচ্চিত্র সিরিজ। প্রথম সিনেমার পর নির্মিত হবে দ্বিতীয় ও তৃতীয় সিনেমা। যেভাবে বড় পর্দার জন্য হলিউডে হয়েছিল ‘দ্য অ্যাভেঞ্জার্স’, বলিউডে ‘ধুম’ কিংবা টালিউডে ‘ফেলুদা’। ওয়েবের জন্য সে রকম এক বাংলা সিনেমা সিরিজ ‘মুন্সিগিরি’ প্রযোজনা করছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি। কাল ছিল প্রযোজক–পরিচালকের চুক্তি সই করার লগ্ন। উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী, পূর্ণিমা, অমিতাভ রেজা চৌধুরী, চরকির প্রধান নির্বাহী রেদওয়ান রনি প্রমুখ। SHARES বিনোদন বিষয়: