চলতি সপ্তাহে ২০ গন্তব্যে ফ্লাইট শুরু করবে ইতিহাদ এয়ারওয়েজ Wasiq Ahmed Wasiq Ahmed প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, জুন ৮, ২০২০ সংযুক্ত আরব আমিরাতের বিমানবন্দর আনুষ্ঠানিকভাবে পুনরায় চালু হওয়ার সাথে সাথে ইতিহাদ এয়ারওয়েজ এই সপ্তাহে ২০ টি গন্তব্যে ফের ফ্লাইট শুরু করার অভিপ্রায় ঘোষণা করেছে। আবুধাবি ভিত্তিক এয়ারলাইনস গত সপ্তাহে নিয়মিত নির্ধারিত ফ্লাইটগুলি ১০ জুন থেকে শুরু হবে বলে ইতিবাচক সংবাদ ঘোষণা করেছিল। “আবুধাবি হয়ে বিরামবিহীন যোগাযোগের মাধ্যমে ২০ টি গন্তব্যস্থলে নিয়মিতভাবে নির্ধারিত ফ্লাইটগুলি ১০ জুন থেকে শুরু হবে।” ইতিহাদ এয়ারওয়েজ নিম্মোক্ত গন্তব্যে ফ্লাইট পরিচালনা করবে- আমস্টারডাম, বার্সেলোনা, ব্রাসেলস, ডাব্লিন, ফ্রাংকফুর্ট, জেনেভা, জাকার্তা, করাচী, কুয়ালালামপুর, লণ্ডন, মাদ্রিদ, ম্যানিলা, মেলবোর্ন, মিলান, প্যারিস, সিওল, সিঙ্গাপুর, সিডনি, টোকিও এবং জুরিখ। SHARES পর্যটন বিষয়: