চান্দাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইন্তাজ এর জানাজায় হাজার লোকের ভিড়।

প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২১

নিজস্ব প্রতিনিধি। নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউনিয়নের বর্তমান আওয়ামীগের সাধারণ সম্পাদক  ইন্তাজ আলী  জানাযা শেষে চির নিদ্রায় শায়িত করা হইল। স্থানীয় লোকজন বলেন ইন্তাজ সাহেব ছিলেন একজন সৎ এবং ভালো মানুষ।তিনি সব সময় গরীব দুখি মানুষের পাশে থাকতেন।                                                                                                                                                                                                  উক্ত জানাযায় উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সম্পাদক এ্যাডঃ মিজানুর রহমান মিজান,নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুুুজ্জোহা সাহেব,সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক,আবুল কালাম জোয়ার্দ্দার সদস্য নাটোর জেলা পরিষদ, এ ছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য নেত্রীবৃন্দু এবং স্থানীয় লোকজন তার নিকট আত্মীয়রা। সবশেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।