চীনকে মোকাবেলায় রাশিয়া থেকে ভয়ঙ্কর ট্যাংক আনছে ভারত Showhardo Shuvo Showhardo Shuvo প্রকাশিত: ৭:৫২ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০২১ দিনে দিনে ভারত ও চীনের মধ্যে দ্বন্দ্ব বেড়েই চলেছে। এক দেশ অন্য দেশকে মোকাবেলা করার জন্য নিত্য নতুন অস্ত্র তৈরী করছে। এবার ভারত চীনকে প্রতিরোধ করতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর পাহাড়ি এলাকায় রাশিয়ার তৈরি স্প্রুট এসডিএম১ হালাক ট্যাংক বসানোর পরিকল্পনা করেছে। গ্রীষ্মের শেষ দিকে এর সিস্টেম পরীক্ষায় অংশ নিতে পারে দেশটি। এসব ট্যাংক ওজনে ১৮ টন। বলা হচ্ছে, এ ট্যাংকটি উভচর। পানিতে ভাসমান অবস্থায়ও এটি গোলা ছুড়তে সক্ষম। নির্মাণাধীন এই পণ্যের পরীক্ষা এখন পর্যন্ত কোনো দেশ প্রত্যক্ষ করেনি। এটির সঙ্গে টি-৯০ ট্যাংকের বন্দুকও থাকবে এবং একই পরিমাণ গোলা নিক্ষেপে সক্ষম হবে। ভারতে বর্তমানে টি-৯০ ও টি-৭২ ট্যাংক ব্যবহার করছে। এই ট্যাংকগুলোও রাশিয়ার তৈরি। ২০২০ সালের আগস্টে রাশিয়া সফরে নিজেদের হালকা ট্যাংকের প্রয়োজনীয়তার কথা জানিয়েছিল ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তখনই রাশিয়ার পক্ষ থেকে স্প্রুট-এসডিএম১ হালকা ট্যাংকের প্রস্তাব দেওয়া হয়েছিল তাকে। SHARES আন্তর্জাতিক বিষয়: