চূড়ান্ত হল ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের সূচি Wasiq Ahmed Wasiq Ahmed প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ, জুন ৩, ২০২০ জুলাইয়ে নিজেদের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১ দিনের মধ্যে ৩ টেস্ট খেলবে ইংল্যান্ড। ম্যাচগুলো হবে ক্লোজড ডোর বা দর্শকবিহীন মাঠে। এমনটাই ঘোষণা দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। সাউদ্যাম্পটনে দুই দলের প্রথম টেস্টটি হবে ৮ জুলাই। পরের দুই টেস্ট হবে ১৬ জুলাই আর ২৪ জুলাই। দুটি ম্যাচই হবে ল্যাঙ্কাশায়ারে। তবে তৃতীয় ভেন্যু হিসেবে এজবাস্টনকে প্রস্তুত রাখা হবে। কোনো আকষ্মিক ঘটনায় অন্য দুই ভেন্যুতে ম্যাচ চালনা সম্ভব না হলে খেলা হবে এজবাস্টনে। এছাড়া এই মাঠটি জুলাইয়ের মধ্যে অতিরিক্ত প্রশিক্ষণের জন্যও ব্যবহৃত হবে। উইন্ডিজ দল ৯ জুন ইংল্যান্ডে পৌঁছানোর পর ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবে। ক্যারিবিয়ানদের রাখা হবে ওল্ড ট্রাফোর্ডে এবং তিন সপ্তাহের ধরে সেখানেই অনুশীলন করবেন তারা। তবে ইসিবি জানিয়েছে এই সূচি প্রস্তাবিত। সব নির্ভর করছে সরকারের হাতে। SHARES খেলাধুলা বিষয়: