জামিন পেল ডাঃ জোবায়ের Wasiq Ahmed Wasiq Ahmed প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, জুন ২৩, ২০২০ সিলেটের চারখাইতে রোগীর শ্লীলতাহানীর মামলায় কারাগারে থাকা ডাঃআহমেদ জোবায়ের জামিনে মুক্তি পেয়েছেন।ওনার ফেসবুক একাউন্ট থেকে ছোট বোন আন্জুমান সীমা এমনটাই জানিয়েছেন। ফেসবুক স্ট্যাটাসটি সরাসরি তুলে ধরা হলো- আলহামদুলিল্লাহ্ আপনাদের সবার দোয়ায় ভাইয়ার জামিন মন্জুর হয়েছে। আপনারা সবাই প্রথম থেকে পাশে ছিলেন।এবং নিরলস ভাবে কিছছু শুভাকাঙ্ক্ষী আমাদের প্রথম থেকে সাপোর্ট দিয়েছেন। আমাদের পরিবারের পক্ষ থেকে সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। গত ১৫ তারিখ রাতে ডাঃ জোবায়ের আক্রমনের শিকার হোন এলাকাবাসীর দ্বারা। এই সময়ই ডাক্তারসমাজকে এবং ওনার পরিচিত অনেক মানুষ ওনার পাশে দাড়ানের কথা জানায়। আজ জমিনে মুক্তি পেলেন তিনি। SHARES সিলেট কর্ণার বিষয়: