জেঠুয়া জাগরণী মাধ্যমিক বিদ্যালয় সভাপতি পদপ্রার্থী মোল্লা তবিবুর

প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২২


বি এম বাবলুর রহমান (তালা-সাতক্ষীরা)

তালার জেঠুয়া জাগরনী মাধ্যমিক বিদ্যালয় এর দুই বছর মেয়াদি ম্যজিনিং কমিটি সভাপতি পদপ্রার্থী হিসাবে দোয়া ও সমর্থন কামনা করছেন মোল্লা তবিবুর কালু।
মোল্লা তবিবুর কালু তালা উপজেলার জেঠুয়া গ্রামের মৃত তাহের আলি মোল্লার পুত্র তিনি জালালপুর ইউনিয়নের শ্রমিকলীগ এর সাবেক সভাপতি হিসাবে সততার সাথে দায়িত্ব পালন করছেন এবং তিনি বর্তমানে ইউনিয়ন আওয়ামীলীগের প্রবীণ নেতা।

যুগের সাথে তাল মিলিয়ে এলাকায় শিক্ষার মান সমৃদ্ধি করতে তিনি নিজ এলাকার জেঠুয়া জাগরনী মাধ্যমিক বিদ্যালয় এর সভাপতি হিসাবে দায়িত্ব পালন করার জন্য অভিমত ব্যক্ত করেছেন। তবিবুর কালু ইতিমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে করোনা ভাইরাস সংক্রমণের কারণে স্কুল কমিটির নির্বাচন সাময়িক ভাবে স্থগিত আছে।

সার্বিক বিষয়ে সভাপতি পদপ্রার্থী মোল্লা তবিবুর কালু জানান তার সততা ও নিষ্ঠার প্রতিদান ভোটারদের সমর্থনে ও মূল্যবান ভোটের মাধ্যমে ভোটাররাই প্রমাণ করবেন। তিনি বিপুল ভোটে বিজয়ী হয়ে সভাপতি নির্বাচিত হবেন বলে আশাবাদী।

জেঠুয়া জাগরণী মাধ্যমিক বিদ্যালয় এর আহবায়ক কমিটির সদস্য সচিব প্রধান শিক্ষক হাফিজুর ইসলাম জানান একাধিক প্রার্থী থাকায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত এক জন মনোনয়ন ক্রয় করেছেন। তবে একাধিক প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে বলে জানা গেছে। যেহেতু নির্বাচনের দিন এখনো নির্ধারণ হয়নি সেহেতু আরো মনোনয়নপত্র বিক্রি হতে পারেন।