ট্রাম্পের সকল প্রচেষ্টার অবসান ঘটালো ইলেক্টোরাল কলেজ; বাইডেনকে বিজয়ী ঘোষণা Showhardo Shuvo Showhardo Shuvo প্রকাশিত: ১০:২৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২০ অবশেষে নির্ণয় হয়ে গেলো ভবিষ্যতের মার্কিন প্রেসিডেন্টের নাম। মার্কিন সময় সোমবার ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনকে বিজয়ী ঘোষণার মধ্য দিয়ে ট্রাম্পের সব প্রচেষ্টা প্রতিহত করে দিল আমেরিকার ইলেকটোরাল কলেজ। এর মধ্য দিয়ে মার্কিন নির্বাচনের আরেক ধাপের আনুষ্ঠানিকতা শেষ হলো। এখন শুধু বাকি আছে শপথ গ্রহণ। শপথ গ্রহণের মাধ্যমে শেষ হবে মার্কিন নির্বাচনের সকল আনুষ্ঠানিকতা। এর আগে নির্বাচনে ৫৩৮টি ইলেক্টোরাল ভোটের মধ্যে ডেমোক্র্যাটিক প্রার্থী বাইডেন পেয়েছিলেন ৩০৬ ভোট। ট্রাম্পের ঝুলিতে এসেছিলো ২৩২ ভোট। অর্থাৎ ২৭০ ভোটের ম্যাজিক ফিগার থেকে অনেক বেশি ভোট পেয়ে বাইডেনের পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট পদে বসা আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা মাত্র। বিবিসি জানায়, সাংবিধানিক রীতি মেনে এদিন ৫০ অঙ্গরাজ্য এবং কলম্বিয়া জেলার ইলেকটোরাল ভোটাররা এক সঙ্গে বসে তাদের ভোট দেন। আর এতেই চূড়ান্তভাবে নির্ধারিত হয়ে যায় পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। আগামী ২০ জানুয়ারি শপথ গ্রহণের মাধ্যমে পরবর্তী চার বছরের জন্য হোয়াইট হাউসে উঠবেন বাইডেন। SHARES আন্তর্জাতিক বিষয়: