ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরের সময় আটক ১ Showhardo Shuvo Showhardo Shuvo প্রকাশিত: 10:53 AM, January 2, 2021 কুষ্টিয়ার পর এবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করেছেন নূর আলম (৪২) নামের এক ব্যক্তি। এ ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (০১ জানুয়ারি) বিকেলে পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তায় এ ঘটনা ঘটে। আটক আলম পীরগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের অহিদুল ইসলামের ছেলে। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় বলেন, বিকেলে নূর আলম শহরের পূর্ব চৌরাস্তায় নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল ইট দিয়ে আঘাত করেন। এতে ম্যুরালের একটি অংশ ভেঙে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তার বিরুদ্ধে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম ও সহকারি কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম। উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর রাতে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটে। SHARES সারা বাংলা বিষয়: